Chinmoy Prabhu | আইনজীবী আলিফ হত্যার প্রধান অভিযুক্ত হিসাবে দেখানো হল সন্ন্যাসী চিন্ময় প্রভুকে!
Wednesday, July 2 2025, 6:11 am
Key Highlightsচট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হিসাবে দেখানো হল সন্ন্যাসী চিন্ময় প্রভুকে।
বাংলাদেশে চরম হিন্দু নির্যাতন। এবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তাতে মোট ৩৮ জনকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূল অভিযুক্ত হিসেবে নাম দেওয়া হয়েছে চিন্ময় প্রভুর। তদন্তকারী আধিকারিকের দাবি, চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে চিন্ময় প্রভুর ‘উসকানিমূলক’ বক্তব্যের কারণেই ২৬ শে নভেম্বরের হত্যাকান্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আইনজীবী আলিফ।

