Banke Bihari Temple | বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে প্রণামীর টাকা চুরি! অভিযোগের তীর এক ব্যাঙ্ক কর্মীর দিকে

বৃন্দাবনের বাঁকে বিহারি মহারাজ মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি! অভিযোগ, এক ব্যাঙ্ক কর্মী প্রণামীর বাক্সের টাকা গুনতে গুনতে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা।
চাঞ্চল্য ছড়িয়েছে বৃন্দাবনের বাঁকে বিহারি মহারাজ মন্দিরে। মন্দির কতৃপক্ষের অভিযোগ প্রণামীর বাক্স থেকে কয়েক লক্ষ টাকা চুরি করেছেন এক ব্যাঙ্ককর্মী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অভিনব সাক্সেনা। গত পাঁচ বছর ধরে ব্যাঙ্কের বৃন্দাবন শাখায় কাজ করছেন অভিনব। অভিযোগ, গত তিন দিন ধরে টাকা গোনার সময় মোট নয় লক্ষ টাকা সরিয়েছেন ওই ব্যাঙ্ককর্মী। উল্লেখ্য, মন্দির চত্বরে ১৬টি ‘দানপাত্রে’র টাকা মাসে মাসে গুনে ব্যাঙ্কে রাখা হয়। সিসিটিভি ফুটেজে টাকা চুরির ঘটনাটি ধরা পড়েছে।