Bongaon | জেলে মধ্যেই রমরমিয়ে চলছে টাকা আদায়, UPI নম্বরের সূত্র ধরে গ্রেপ্তার ১

Monday, February 10 2025, 7:00 am
highlightKey Highlights

আবাস জালিয়াতিতে অভিযুক্তের কাছ থেকে জেলের ভিতরে তোলাবাজির অভিযোগ। ঘটনায় যুক্ত থানার অভিযোগে ১ জনকে গ্রেফতার করল পুলিশ।


আবাস জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত বনগাঁর সঞ্জয় বসু নামে এক ব্যক্তিকে দমদম সেন্ট্রাল জেলে চালান করা হয়। অভিযোগ, জেলের মধ্যেই তার কাছ থেকে টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিলো। এমনকি তাকে ঠিকঠাক খেতে পর্যন্ত দেওয়া হচ্ছিলো না। অবশেষে তিনি তার দুই আত্মীয়কে টাকা চেয়ে ফোন করেন। পাশাপাশি তার আইনজীবীকেও জানিয়ে রাখেন বিষয়টা। সঞ্জয়বাবুর আইনজীবী বিষয়টি বনগাঁ আদালতকে জানালে তদন্তে নামে বনগাঁ পুলিশের সাইবার অপরাধ থানা। UPI নম্বরের সূত্র ধরে পুলিশের জালে কালপ্রিট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File