RG Kar Case । কেন এতো দেরি হচ্ছে? আরজিকরের ঘটনায় বিচার চেয়ে সোমবারই সিজিও কমপ্লেক্স অভিযান IMAর
আরজি করের ঘটনায় বিচার চেয়ে কাল, সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর অভিযান করবে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)’ এর পশ্চিমবঙ্গ শাখা।
আরজিকর তরুণী চিকিসৎসক ধর্ষণ খুনের ঘটনার পেরিয়ে গিয়েছে বহু দিন। কলকাতা হাইকোর্টের অনুমতিতে শুক্রবার বিকেল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ এবং ‘অভয়া মঞ্চ’এর সদস্যরা। এবার আরজিকরের ঘটনার বিচার চেয়ে সোমবার সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে চলেছে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)’র পশ্চিমবঙ্গ শাখা। তাঁদের দাবি, বিচার প্রক্রিয়া বিলম্বিত করছে সিবিআই। প্রসঙ্গত, সম্প্রতি ফের আইএমএর রাজ্য শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন।