Mohun Bagan vs Northeast United । মোলিনার মোহনবাগান ISLএ ফের ১ নম্বরে, শীতের গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটডকে গুনে গুনে ২ গোল সবুজ মেরুনের
শীতের গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটডকে ২ গোলে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে পৌঁছলো মোলিনার মোহনবাগান।
শীতের গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটডকে ২ গোলে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে পৌঁছলো মোহনবাগান। গতকাল কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২৪ ঘণ্টারও কম সময়ে বেঙ্গালুরুকে স্থানচ্যুত করে শীর্ষ স্থান দখল করে নিল সবুজ মেরুন। ম্যাচের ৬৫ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন মনবীর সিং। শেষ ৬ মিনিটে পরে লিস্টন কোলাসোর দ্বিতীয় গোলে জয় পায় সবুজ মেরুন। আইএসএলের পয়েন্ট টেবিল বলছে, মোহনবাগান ও বেঙ্গালুরুর দু'দলের ঝুলিতেই রয়েছে ২৩ পয়েন্ট।