Mohun Bagan | ISL নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা, অনির্দিষ্টকালের জন্যে অনুশীলন বন্ধ করলো মোহনবাগান!
Friday, November 7 2025, 4:04 pm
Key Highlightsমোহনবাগান আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল তাদের অনুশীলন।
৭ নভেম্বর, শুক্রবার আইএসএলে বিড করল না এফএসডিএল। বিড করল না অন্য কোনও সংস্থাও। ফলে ভারতীয় ফুটবলের ভাগ্য ফের দাঁড়ালো সরু সুতোর উপর। এই পরিস্থিতিতে আপাতত অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিলো মোহনবাগান ক্লাব। উল্লেখ্য, ১০ নভেম্বর থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার ফুটবলারদের অনুশীলন বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। এদিকে ISL ছাড়া তাদের আর কোনও টুর্নামেন্টে ম্যাচ নেই। ফলে চূড়ান্ত ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফুটবল জগতে।
- Related topics -
- খেলাধুলা
- আইএসএল
- ইন্ডিয়ান সুপার লিগ
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- এটিকে মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- মোহনবাগান
- শহর কলকাতা

