Mohun Bagan vs Mahamedan | ডুরান্ড কাপে মহামেডানকে ৩-১ গোলে হারিয়ে জয় পেলো সবুজ মেরুন!

Thursday, July 31 2025, 5:22 pm
highlightKey Highlights

মহামেডানকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল সবুজ মেরুন।


মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে শেষ হাসি হাসলো সবুজ মেরুন। এদিন মহামেডানকে ৩:১ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করলো মোহনবাগানের ছেলেরা। এদিকে এই ম্যাচ হেরে ডুরান্ড কাপের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ল মহামেডানের কাছে। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিলো মোহনবাগানের ছেলেরা। ম্যাচের ২২ মিনিটে ডিরেক্ট ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন লিস্টন। মহামেডান ১ গোল শোধ করলেও সবুজ মেরুনের হয়ে বাকি বিজয়ী গোলদুটি করেন সুহেল এবং আবারও লিস্টন। আপুইয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ১০ জনে খেলে জিতলো সবুজ মেরুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File