খেলাধুলা

Mohun Bagan | নতুন প্লেয়ার সই করাতে পারবে না মোহনবাগান! নিষেধাজ্ঞা জারি করলো FIFA!

Mohun Bagan | নতুন প্লেয়ার সই করাতে পারবে না মোহনবাগান! নিষেধাজ্ঞা জারি করলো FIFA!
Key Highlights

আইনি বিপাকে সবুজ মেরুন শিবির, যার ফলে প্লেয়ার সই করানোর ক্ষেত্রে FIFAর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোহনবাগানের উপর।

আইনি বিপাকে সবুজ মেরুন শিবির, যার ফলে নতুন প্লেয়ার সই করানোর ক্ষেত্রে FIFAর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোহনবাগানের উপর। এই নিয়ে AIFFকে ফিফার বিচার বিভাগীয় সংস্থার ডিরেক্টরের সই করা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে। আসলে, ২০২২ সালে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল মেরিনার্স কোস্ট এফসি থেকে এক প্লেয়ারকে সই করানোর সময় কাগজপত্রের কোনও সমস্যা হয়েছিল। সেই কারণেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ক্লাব জানিয়েছে, এই সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য ইতিমধ্যেই কর্তারা কাজ শুরু করেছেন।