Mohun Bagan vs East Bengal | ১১ জানুয়ারির মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ হবে কোথায়? চূড়ান্ত হয়ে গেলো ভেনু

Monday, January 6 2025, 8:08 am
highlightKey Highlights

পূর্ব ঘোষণামতো একই দিনে আয়োজিত হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। তবে এই ম্যাচ হবে গুয়াহাটিতে।


১১ জানুয়ারি কলকাতার যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ২০২৫ সালের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু গঙ্গাসাগরের মেলার কারণে যুবভারতীতে এই ডার্বি ম্যাচের অনুমতি মেলেনি। এরপরই জল্পনা তৈরি হয় ডার্বির দিন পিছিয়ে দেওয়া হতে পারে। এবার জানা গেল, পূর্ব ঘোষণামতো একই দিনে আয়োজিত হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। তবে এই ম্যাচ হবে গুয়াহাটিতে। নিরপেক্ষ ভেনুতে আয়োজনের ঝুঁকি না থাকায় সেটাকে চূড়ান্ত করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File