Mohun Bagan vs Hyderabad । সঞ্জীব গোয়েঙ্কার ফ্রি টিকিট বৃথা গেলো না, বছরের শুরুতেই জয় পেলো মোহনবাগান
মোহনবাগান দল নতুন বছরের প্রথম ম্যাচে হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে।
সমর্থকদের ফ্রি টিকিট উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার তাকেই রিটার্ন গিফট দিল সবুজ মেরুন দল। নতুন বছরের প্রথম ম্যাচে মোহনবাগান দল হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে। এদিনকার ম্যাচে ৩:০ গোলে জিতল কোচ মোলিনার দল। মোহনবাগানের হয়ে গোল তিনটি করেন স্টিফান সাপিচে, আলদ্রেদ ডিফেন্স, জ্যাসন কামিনস। দুটি গোল হয় লিস্টন কোলাসোর পাসে। এদিনকার ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন লিস্টনই। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইলো মোহনবাগান।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- মোহনবাগান
- হায়দ্রাবাদ