খেলাধুলা

IFA Shield-Mohun Bagan | গুনে গুনে ৫ গোলে IFA শিল্ড অভিযান শুরু মোহনবাগানের, নাস্তানাবুদ কেরালা এফসি

IFA Shield-Mohun Bagan | গুনে গুনে ৫ গোলে IFA শিল্ড অভিযান শুরু মোহনবাগানের, নাস্তানাবুদ কেরালা এফসি
Key Highlights

প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসি’কে ৫-১ গোলে উড়িয়ে দিলেন জোসে মোলিনার ছেলেরা।

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হারের ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগানকে। ফলে আইএফএ শিল্ড ম্যাচে নামার সময় বেশ চাপেই ছিল সবুজ মেরুনের ছেলেরা। বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসি’কে ৫:১ গোলে উড়িয়ে দিলো মোহনবাগান। ১১ মিনিটে আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এদিন মোহনবাগানের হয়ে দুটি করে গোল করলেন আলবার্তো, ম্যাকলারেন। একটি গোল করলেন রবসন। ৪৮ মিনিটে আপুইয়ার গোলে ব্যবধান কমায় গোকুলাম। তবে তাতে শেষরক্ষা হয়নি। জিতেছেন জোসে মোলিনাই।