Mohun Bagan VS Kerala Blasters | সুপার কাপে সবুজ মেরুনকে ম্যাচ জেতালো তরুণ তুর্কিরা, ২:১ গোলে হারলো কেরল
Sunday, April 27 2025, 2:10 am
Key Highlightsদুরন্ত ফর্মে থাকা কেরালা ব্লাস্টার্স এফসিকে ২:১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, সালাহউদ্দিনদের মতো তরুণদের তুর্কিরাই আজ সুপার কাপে ম্যাচ জেতালো মোহনবাগানকে। কেরালা ব্লাস্টার্স এফসিকে ২:১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দীপক টাংরির মোহনবাগান। এদিন মোহনবাগানের হয়ে গোলদুটি করেন সাহাল আব্দুল সামাদ ও সুহেল ভাট। ৯৩ মিনিটে এক গোল শোধ করেন কেরালার শ্রীকুট্টান। তবে শেষরক্ষা হলো না। সুপার কাপে সহজ জয় পেলো সবুজ মেরুন শিবির।

