Mohunbagan vs Kerala | শেষ মুহূর্তের গোলের ঝড়ে জয়! কেরলকে ৩-২ গোলে হারালো মোহনবাগান
Saturday, December 14 2024, 6:27 pm
Key Highlightsকেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে ৩:২ গোলে জিতল মোহনবাগান। ৭৭ মিনিট অবধি পিছিয়ে থেকেও শেষ দশ মিনিটে আক্রমণের ঝড় তুলে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।
আইএসএলে ঘরের মাঠে ফের জয় মেরুন ব্রিগেডের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে ৩:২ গোলে জিতল মোহনবাগান। ৭৭ মিনিট অবধি পিছিয়ে থেকেও শেষ দশ মিনিটে আক্রমণের ঝড় তুলে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। ম্যাচে একটি করে গোল করলেন তিন বিদেশিই জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং আলবার্তো রডরিগেজ়। মোহনবাগানের এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এলো তারা। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্টে এগিয়ে সবুজ মেরুন দল। পরের ম্যাচ জিতলে শীর্ষস্থান আরও মজবুত করবে মোহনবাগান।

