Mohun Bagan Vs Kerala Blasters | ফের ম্যাকলারেন ম্যাজিক, জোড়া গোলে কেরল বধ মোহনবাগানের

Saturday, February 15 2025, 6:21 pm
highlightKey Highlights

ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের। অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩:০ গোলে হারালো মোহনবাগান।


আশংকা ছিলই। ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে গুনে গুনে ৩ গোল দিলো মোহনবাগান। টানা দু ম্যাচে দুর্দান্ত জেমি ম্যাকলারেন।এদিনকার ম্যাচেও জোড়া গোল করলো ম্যাকলারেন। ম্যাচের ৬৬ মিনিটে সবুজ মেরুনের হয়ে আরও একটি গোল করলো আলবার্তো রডরিগজ। আইএসএলে গত বার লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবারও লীগ জয়ের কাছাকাছি পৌঁছেছে তারা। ১০ পয়েন্টের লিড নিয়ে লীগ শীর্ষে রয়েছে তাঁরা। এবার ওড়িশার বিরুদ্ধে জিতলেই লিগ শিল্ড ঘরে তুলতে পারবে সবুজ মেরুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File