Mohun Bagan | অপরাজিত মোহনবাগান! অনূর্ধ্ব ১৫ লিগে বিধাননগরকে ১০-১ গোলে হারালো সবুজ-মেরুন!

অনূর্ধ্ব ১৫ লিগে ইস্টবেঙ্গল, মহামেডানকে পরাজিত করে এবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধেও জয় হাসিল করলো সবুজ মেরুন ব্রিগেড।
অনূর্ধ্ব ১৫ লিগে ইস্টবেঙ্গল, মহামেডানকে পরাজিত করে এবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধেও জয় হাসিল করলো সবুজ মেরুন ব্রিগেড। বাঁশবেরিয়ার কিশোর সংঘ মাঠে বিধাননগরকে ১০:১ গোলে হারালো মোহনবাগানের ছোটরা। যার মধ্যে একা রাজদীপ পালেরই পাঁচ গোল। জোড়া গোল করেন রোহিত। একটি করে গোল ঐশিক রায়চৌধুরী, সুরজ হালদার ও দীপ্র সরকারের। ১৬ মিনিটে প্রথম গোল করে দীপ্র।শেষ ১০ মিনিটে চারটি গোল করে মোহনবাগান। জুনিয়র লিগের চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অপরাজিত মোহনবাগান।