Mohun Bagan | মোহনবাগান দিবস উপলক্ষে নেতাজি ইন্ডোরে চাঁদের হাট! উপস্থিত অরূপ বিশ্বাস-সৌরভ-টুটু বোস!
Tuesday, July 29 2025, 3:57 pm
Key Highlightsবাংলার যে ফুটবল দল খালি পায়ে ইংরেজ হারানোর স্পর্ধা দেখিয়েছিলো, আজ সেই সবুজ মেরুন শিবিরের দিবস তথা মোহনবাগান দিবস।
গর্বের আরেক নাম মোহনবাগান। বাংলার যে ফুটবল দল খালি পায়ে ইংরেজ হারানোর স্পর্ধা দেখিয়েছিলো, আজ সেই সবুজ মেরুন শিবিরের দিবস তথা মোহনবাগান দিবস। সকালে মোহনবাগানের ‘অমর একাদশ’কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু হয় প্রভাত ফেরি। তারপর ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন পর্ব। দুপুরে ক্লাবের মাঠে ছিল প্রাক্তনীদের ফুটবল ম্যাচ। এরপর সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে চাঁদের হাট। সেখানে দেখা যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, ‘শো স্টপার’ টুটু বোসকে।

