Mohun Bagan | মোহনবাগানে শেষ হলো মোলিনা যুগ, স্প্যানিশ হেডস্যরকে বিদায় দিয়ে নতুন কোচের নাম ঘোষণা দলের

মোলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট দশেকের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশাল মিডিয়ায়।
আইএসএলের ভবিষ্যৎ নিয়ে চলছে তুমুল ডামাডোল। এরই মাঝে বুধবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সবুজ মেরুনের কোচের পদে আর থাকছে না হোসে মোলিনা। ক্লাবের তরফে জানানো হয়, ‘হোসে মোলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে, দুপক্ষের সম্মতিতেই। আগামী দিনের জন্য মোলিনাকে অনেক শুভেচ্ছা।’ মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছেড়ে সবুজ মেরুনে যোগ দিয়েছেন সের্জিও লোবেরা। উল্লেখ্য, ক্লাবকে আইএসএল শিল্ড জিতিয়েছে মোলিনা।
