Mohun Bagan | 'পদের অপব্যবহার কখনও করিনি'! মোহনবাগানে ক্লাব সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস!

Monday, April 28 2025, 12:09 pm
highlightKey Highlights

‘সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না।’ চিঠিতে এমনটাই লিখে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস!


‘সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না।’ চিঠিতে এমনটাই লিখে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস! এদিন ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যবৃন্দকে চিঠি দেন স্বপনসাধন বোস তথা টুটু বোস। উল্লেখ্য, সামনেই মোহনবাগানে নির্বাচন। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড গঠিত হয়েছে। যদিও নির্বাচন কবে হবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দশ হাজারেরও বেশি ভোটার রয়েছেন মোহনবাগানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File