Mohun Bagan | এ যেন এলাম দেখলাম আর জয় করলাম! ম্যাকলারেনের জোড়া গোলে পাঞ্জাবকে উড়িয়ে সুপার সিক্সে মোহনবাগান
Wednesday, February 5 2025, 5:49 pm
Key Highlightsপাঞ্জাবকে নিজেদের ঘরের মাঠে ৩:০ গোলে হারাল মোহনবাগান, সঙ্গে প্রথম দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নিল।
পাঞ্জাবকে হারিয়ে চলতি মরশুমে প্রথম দল হিসেবে আইএসএলের সুপার সিক্সে গেল মোহনবাগান। পাঞ্জাবকে নিজের মাঠে ৩:০ গোলে হারাল মোহনবাগান। ৫৬ মিনিটে জেমি ম্যাকলারেনের প্রথম গোলেই কোমর ভেঙেছিল পাঞ্জাবের। পরে ৬৩ মিনিটে লিস্টনের গোলেই মোহনবাগানের সুপার সিক্স নিশ্চিত হয়ে যায়। এরপর ম্যাচের ৯০ মিনিটে জেমি ম্যাকলারেনের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় তাঁদের। এই নিয়ে ঘরের মাঠে টানা ৯টা হোম ম্যাচ জিতল মোলিনার ছেলেরা। খাতায় কলমে শিল্ড জিততে দরকার আর মাত্র ৭ পয়েন্ট।

