Chennai vs Mohammedan | চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আত্মবিশ্বাসের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া মহামেডান
Wednesday, January 15 2025, 7:27 am
Key Highlights
ক্রমশ ISLএ ছন্দে ফিরছে সাদা কালো বিগ্রেড তথা মহামেডান। সামনেই ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলা মহামেডানের।
ক্রমশ ISLএ ছন্দে ফিরছে সাদা কালো বিগ্রেড তথা মহামেডান। সামনেই ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলা মহামেডানের। বুধবার ক্লিনশিট রাখলে প্রথমবার ISL খেলতে নেমে ধারাবাহিকভাবে চারটে ক্লিন শিটে মুম্বই সিটিকে ছুঁয়ে ফেলবে চেরনিশভের দল। এই ম্যাচ জিতলে লিগ টেবিলের অবস্থা হয়তো বদলাবে মহামেডানের কিন্তু, বেঙ্গালুরু বধের আত্মবিশ্বাস নিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ আন্দ্রে চেরনিশভ। তাঁর বক্তব্য,“চেন্নাইয়িনকে আমরা আগেও হারিয়েছি। চেন্নাই খুব ভালো দল। কিন্তু এই ম্যাচে আমরা জিততে চাই।”