Mahamedan | ফিফার ব্যান থেকে মুক্তি পেলো মহামেডান, খসলো দশ কোটি টাকা! মাঠে নামছেন বাগানের নতুন কোচ

প্রায় দশ কোটিরও বেশি টাকা খরচ করে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাব।
ISL নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছেনা। এরই মাঝে খুশির খবর মহামেডান শিবিরে। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ওপর থেকে ব্যান তুললো ফিফা। দীর্ঘ অন্ধকার কাটিয়ে আবার আন্তর্জাতিক মঞ্চে নামতে পারবে মহামেডান। অবশ্য ব্যান তুলতে প্রায় দশ কোটিরও বেশি টাকা খরচ অর্থে হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে স্পনসরের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। স্পনসরশিপ মিললেই খেলোয়াড় কেনা, বিদেশি ফুটবলার আনা এবং দল গঠনে মন দেবে মহামেডান। বৃহস্পতিবারই মাঠে নেমেছেন মোহনবাগানের নতুন কোচ সের্খিও লোবেরা।
