Chennaiyin FC vs Mohammedan | এভাবেও ফিরে আসা যায়! চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মরিয়া ২ গোলে ড্র করলো মোহনবাগান

Thursday, January 16 2025, 4:22 am
highlightKey Highlights

ম্যাচের সংযুক্ত সময় পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল মহামেডান। তারপর যেন মিরাক্যাল। সংযুক্ত সময়ে জোড়া গোল। ২:২ গোলে ড্র হল ম্যাচ।


ম্যাচ যাচ্ছিলো চেন্নাইয়িন এফসির ঝুলিতেই। তবে বাড়তি সময়ে যেন ম্যাজিক করলো মহামেডান। জোড়া গোয়াল করে সমতা ফেরালো সাইনি ও ফানাই। নিশ্চিত হারা ম্যাচ ড্র করলো মহামেডান। এদিন ম্যাচের ১০ মিনিটেই গোল করেন চেন্নাইয়িন এফসির লালডিনপুইয়া। চেন্নাইয়িন এফসির হয়ে অপর গোলটি করেন ব্রামবিলা। ৯০ মিনিট পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে ছিল তাঁরা। এদিনকার ম্যাচে ৩৭ মিনিটে হঠাৎ চেন্নাইয়িন এফসির গোলপোস্টের দিকের একটি বাতিস্তম্ভ নিভে যায়। এর জেরে মিনিট দুয়েক বন্ধ থাকে খেলাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File