Mohammedan SC vs Northeast United | ফের ড্র! নর্থইস্টের বিরুদ্ধে ড্র করে ১ পয়েন্ট ঘরে তুলল সাদা-কালো ব্রিগেড মহামেডান

Friday, January 3 2025, 6:18 pm
highlightKey Highlights

এদিন ওয়ে ম্যাচে নর্থইস্টের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট ঘরে তুলল সাদা কালো ব্রিগেড।


আইএসএলে ফের ড্র করলো মহামেডান। এদিন ওয়ে ম্যাচে নর্থইস্টের সঙ্গে ড্র করে   ১ পয়েন্ট ঘরে তুলল সাদা কালো ব্রিগেড। যদিও গোলশূন্য ড্র করেও লিগ টেবিলে ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে চেরনিশভের দল। ঘরের মাঠে প্রথমার্ধের অধিকাংশ সময় জুড়েই দাপট ছিল নর্থইস্টের। একাধিকবার গোলের সুযোগও এসে গিয়েছিল আলাদিনদের কাছে। কিন্তু মহামেডানের গোলকিপার পদম ছেত্রীর হাত বারবার পরিত্রাতা হয়ে ওঠে। উল্লেখ্য, এর আগে শক্তিশালী ওড়িশার সঙ্গে ড্র করেছিল মহামেডান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File