India-US | ভারত-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ক্ষিপ্ত আমেরিকা? 'লাভজনক পদক্ষেপ নয়'..হুঁশিয়ারি মার্কিন শীর্ষ আধিকারিক মহলের!
মোদির এই রাশিয়া সফরের জেরে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনুমান।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধর পর এটাই ছিল প্রথম রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুকে জড়িয়ে ধরেন মোদি। তবে মোদির এই রাশিয়া সফরের জেরে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেই অনুমান। রাশিয়ার সঙ্গে গভীর বন্ধুত্ব করলে ভারতকে ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে বার্তা দেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান। অন্যদিকে, রাশিয়া সফর সেরে মোদি দেশে ফিরতেই আরও আক্রমণাত্মক বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।