Modi-Trump | ফেব্রুয়ারিতেই হতে পারে মোদি-ট্রাম্পের বৈঠক! আলোচনায় থাকতে পারে কী কী বিষয়বস্তু?
ফেব্রুয়ারিতে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে তাঁদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক হলে তাতে আলোচনা হতে পারে ব্রিকস নিয়ে। কারণ ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। পাশাপাশি আলোচনা হতে পারে এইচ১বি ভিসা এবং বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষার মতো নানা বিষয়েই।