Reciprocal tariffs | ভাঙলো মোদী-ট্রাম্প বন্ধুত্ব? নয়াদিল্লির ওপর চড়া শুল্ক চাপালো আমেরিকা
Wednesday, March 5 2025, 5:58 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা।
গদিতে বসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব দেশের পণ্যের ওপর চড়া হারে শুক্ল চাপিয়েছেন। ভারত আমেরিকার বন্ধু দেশ। প্রধানমন্ত্রী মোদির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। ফলে নয়াদিল্লি আশা করেছিল শুল্কের গেরোতে ফাঁসবেনা ভারত। তবে সে আশায় জল ঢেলে দিলো ট্রাম্প। এদিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বললেন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই আমেরিকার উপরে বিরাট শুল্ক চাপিয়ে দেয়। এবার তাঁদের ওপর পাল্টা সমপরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।
- Related topics -
- আন্তর্জাতিক
- শুল্ক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- নয়াদিল্লি
- ভারত
- ট্যাক্স
- আমদানি-রপ্তানি
- নরেন্দ্র মোদি
- আমেরিকা