India-Sri Lanka-Bangladesh | বাংলাদেশ-চিনকে আটকাতে বড় কূটনৈতিক চাল নমোর! 'বাঁধ' হয়ে দাঁড়াবে শ্রীলঙ্কা!
Saturday, April 5 2025, 2:28 pm
Key Highlightsশ্রীলঙ্কা সফরে ভাষণ পর্বে মোদি জানান, গত ৬ মাসে শ্রীলঙ্কাকে দেওয়া ১০ কোটি মার্কিন ডলারের ঋণ মকুব করা হলো।
শ্রীলঙ্কা সফরে গিয়ে বড় কূটনৈতিক চাল চালালেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে সাক্ষর হয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য সহ একাধিক MoU। এছাড়াও শ্রীলঙ্কা সফরে ভাষণ পর্বে মোদি জানান, গত ৬ মাসে শ্রীলঙ্কাকে দেওয়া ১০ কোটি মার্কিন ডলারের ঋণ মকুব করা হলো। ওয়াকিবহাল মহল মনে করছেন, এর নেপথ্যে রয়েছে বাংলাদেশকে বাধা দেওয়া। কারণ চিনে গিয়ে নিজেদের ‘বঙ্গোপসাগরের অভিভাবক’ বলে ইউনুস বাংলাদেশে বেজিংকে নিজের বর্ধিত অর্থনীতি তৈরী করার আর্জি জানান। সেক্ষেত্রে তা আটকাতে ভারতের একমাত্র অস্ত্র হতে পারে শ্রীলঙ্কা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- নরেন্দ্র মোদি
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- চীন
- চিন
- শ্রীলঙ্কা
- মহাম্মদ ইউনূস
- মহম্মদ ইউনুস

