Modi Speech Today | ‘ভারতের জল ভারতেই থাকবে। ভারতের কথাতেই বইবে’! সাফ হুঙ্কার প্রধানমন্ত্রী মোদির!

Tuesday, May 6 2025, 6:17 pm
highlightKey Highlights

দেশ জুড়ে মহড়া হওয়ার আগের দিনই পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


দেশ জুড়ে মহড়া হওয়ার আগের দিনই পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবিপি নেটওয়ার্ক আয়োজিত এক সম্মেলনে পাকিস্তানের নাম না করেই প্রধানমন্ত্রী বলেন, ‘আগে ভারতের জল বাইরে যেত। এখন এটি ভারতের স্বার্থে ব্যবহার করা হবে এবং দেশের জন্য ব্যবহার করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার, রাজ্য সরকারগুলির সহযোগিতায়, নদীগুলিকে সংযুক্ত করার জন্য একটি বিশাল উদ্যোগ শুরু করেছে। কেন বেতওয়া লিঙ্ক প্রকল্প এবং পার্বতী কালিসিন্ধ চম্বল লিঙ্ক প্রকল্পে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File