Pahalgam Terror Attack | পহেলগাঁও নিয়ে বিমানবন্দরেই বৈঠক মোদী-জয়শঙ্কর-অজিত ডোভালের!

দিল্লি বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মারা হয়। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে ইতিমধ্যেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে সৌদি আরব সফর কাটছাঁট করে বুধবার ভোররাতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দরেই অজিত ডোভাল, জয়শঙ্কর, বিক্রম মিশ্রি ও অন্য আধিকারিকদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এদিকে উপত্যকায় চিরুনিতল্লাশি শুরু করেছেন ভারতীয় সেনা।