Narendra Modi | ডিগ্রি গেরোয় মোদী, এবার স্বয়ং প্রধানমন্ত্রীর গ্রাজুয়েশনের রিপোর্ট কার্ড দেখতে চেয়ে মামলা করলো এক ব্যক্তি!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি বিতর্কে রুজু হওয়া মামলায় রায়দান স্থগিত রাখল দিল্লি হাই কোর্ট।
২০১৬ সালে জনৈক নীরজ কুমার তথ্যের অধিকার জানার অধিকারে আর্জি দায়ের করেছিল ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিএ পরীক্ষার রেকর্ড প্রকাশ্যে আনতে হবে। উল্লেখ্য,১৯৭৮এ প্রধানমন্ত্রী মোদি বিএ পাশ করেন। বৃহস্পতিবার এজলাসে বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আদালতের কাছে পড়ুয়াদের নথি দেখাতে রাজি বিশ্ববিদ্যালয়। তবে বিচারপতি শচীন দত্ত এই মামলায় স্থগিতাদেশ জারি করেন। প্রসঙ্গত, দিল্লি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের মতে, জনস্বার্থ ছাড়া স্রেফ ‘প্রবল কৌতূহল’ নিরসনের জন্যে আরটিআই আইনের অপব্যবহার হচ্ছে।