Z Morh Tunnel Sonamarg | ৬ কিলোমিটার দূরত্ব পেরোবে মাত্র ১৫ মিনিটে! জ়েড মোর টানেল উদ্বোধন করলেন মোদি
ইংরেজি ‘Z’ অক্ষরের মতো আঁকাবাঁকা রাস্তাকে এড়িয়ে যাওয়ার জন্যই তৈরি হচ্ছে এই জ়েড মোর টানেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হলো জ়েড মোর টানেল। ইংরেজি ‘Z’ অক্ষরের মতো আঁকাবাঁকা রাস্তাকে এড়িয়ে যাওয়ার জন্যই তৈরি হচ্ছে এই জ়েড মোর টানেল। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ রাস্তার ২টি লেন যুক্ত। এটি জম্মু কাশ্মীরের গান্দেরবালের গগনগির এবং সোনমার্গকে জুড়েছে। আগে জম্মু কাশ্মীর থেকে সোনমার্গ যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যেতে হতো সেই রাস্তায় প্রায়ই ধস নামতো, সময় লাগতো এক ঘণ্টারও বেশি। কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে সেই সাড়ে ৬ কিলোমিটার দূরত্ব মাত্র ১৫ মিনিটে পেরোনো যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- জম্মু-কাশ্মীর
- পরিবহন
- কেন্দ্রীয় সরকার