Mock Drill | আগামীকাল একাধিক রাজ্যে ফের মক ড্রিল! জনগণকে সতর্ক থাকার নির্দেশ! সীমান্তে এখনও কমেনি বিপদ!

Wednesday, May 28 2025, 10:02 am
Mock Drill | আগামীকাল একাধিক রাজ্যে ফের মক ড্রিল! জনগণকে সতর্ক থাকার নির্দেশ! সীমান্তে এখনও কমেনি বিপদ!
highlightKey Highlights

আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় ফের হবে মক ড্রিল! জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে হবে মক ড্রিল।


আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় ফের হবে মক ড্রিল! জানা গিয়েছে, পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে হবে মক ড্রিল। এই তালিকায় রয়েছে, গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। এই সময় সাধারণ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছে অপারেশন সিঁদুর। তবে এরপর পাকের পাল্টা হামলায় শুরু হয় ভারত ও ইসলামাবাদের সংঘর্ষ। সেই সময় দেশের নানান জায়গায় আয়োজন করা হয়েছিল মক ড্রিল। দুই দেশের মধ্যে সংঘর্ষ থেমেছে। কিন্তু সীমান্তে বিপদ এখনও কমেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File