পাবজি প্লেয়ারদের জন্য সুখবর! আবার ফিরছে PUBG, লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা।
Sunday, November 29 2020, 2:57 pm

কেন্দ্র সরকারের চিনা অ্যাপ বাতিলের প্রস্তাবে ভারতে বন্ধ হয়েছিল জনপ্রিয় গেম পাবজি মোবাইল। তবে ফের চালু হতে চলেছে এই অ্যাপ্লিকেশনটি। সপ্তাহদুয়েক আগেই, পাবজি কর্পোরেশন ঘোষণা করেছিল যে তাঁরা পাবজি মোবাইল ইন্ডিয়া চালু করার প্রস্তুতি নিচ্ছে, যা ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে তৈরি। এই ঘোষণার পাশাপাশি সংস্থাটি কীভাবে প্লেয়ারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখবে এবং স্থানীয় ভিডিও গেম, বিনোদন এবং আইটি শিল্প গড়ে তুলতে কীভাবে দেশে বিনিয়োগ করবে তা নিয়ে পরিকল্পনাও প্রকাশ করেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই বাজারে আসছে PUBG।
- Related topics -
- দেশ
- পাবজি
- অ্যাপ্লিকেশন
- মোবাইল গেম