আন্তর্জাতিকনাবালিকা বিয়ের আসরে হাজির বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত, বন্ধ করা হলো বিয়ে।
বাংলাদেশের সিরাজগঞ্জে নাবালিকা বিয়ের আসর। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত। জানা গিয়েছে, শনিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় বরের বাড়িতে বিয়ের আসর বসেছিল জোরকদমে। কনে নাবালিকা,বয়স মাত্র ১৪ বছর সেই কারণে কনের বাড়িতে বিয়ের আসর বসালে পুলিশের চোখে পড়ার আশঙ্কায় তা এড়িয়ে গিয়েছিলেন কনের বাবা। কিন্তু নাবালিকার বিয়ে হচ্ছে, এই খবর কানে পৌঁছয় সেখানকার প্রশাসনের। এরপরই ভ্রাম্যমাণ আদালত সঙ্গে নিয়ে হাজির হন প্রশাসনিক কর্তারা। তাঁরা বর এবং কনের বাবার থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। সেইসঙ্গে মেয়ের বাবাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।