Indian Railway | রেলপথে যুক্ত হবে মিজোরাম! ধীরে ধীরে যুক্ত হবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের রাজধানী!

শীঘ্রই রেলপথে যুক্ত হতে চলেছে মিজোরামের রাজধানী আইজ়ল। এর ফলে রেলপথে ‘চিকেন’স নেক’এর অন্য প্রান্তের রাজ্যগুলির সঙ্গে সহজে যোগাযোগ সম্ভব হবে।
শীঘ্রই রেলপথে যুক্ত হতে চলেছে মিজোরামের রাজধানী আইজ়ল। এর ফলে রেলপথে ‘চিকেন’স নেক’এর অন্য প্রান্তের রাজ্যগুলির সঙ্গে সহজে যোগাযোগ সম্ভব হবে। রেল সূত্রে খবর, জুন মাসের শেষেই সম্পন্ন হয়েছে আইজ়লে পর্যবেক্ষণের কাজ। এখন অপেক্ষা কেবল রেলওয়ে বোর্ডের তরফে সবুজ সংকেত পাওয়া। জানা গিয়েছে, আইজল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাংয়ে তৈরি হবে রেলস্টেশন। তবে শুধু মিজোরামই নয়, একে একে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যের রাজধানী শহর রেলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- মিজোরাম