Agni 5 Missile | দীর্ঘ পরীক্ষা নিরিক্ষার পর অগ্নি ফাইভ মিসাইল এখন MIRV সক্ষম ব্যালেস্টিক মিসাইলে পরিণত
Monday, December 9 2024, 6:41 am
Key Highlights
এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ পুরোপুরি প্রস্তুত হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর।
এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ পুরোপুরি প্রস্তুত হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর। এমআইআরভি এনাবেল ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক টার্গেটে হামলা চালাতে পারে। পাশাপাশি একাধিক ওয়ারহেড দিয়ে একটি টার্গেটেও হামলা করা যায়। তাতে হামলার অভিঘাত অনেক বেশি হয়। এই এমআইআরভি এনাবেল ওয়ারহেডগুলো হালকা। তাই সাঁজোয়া গাড়িতেও এগুলি বহন করা যায়। উল্লেখ্য, বিশ্বের খুব কম মিসাইল ডিফেন্স সিস্টেমেরই এই ক্ষমতা আছে। ফলে ভারতের হাতে এই প্রযুক্তি আসাটা নিঃসন্দেহে প্রতিরক্ষার ক্ষেত্রে একটা বড় সাফল্য।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- শক্তিশালী মিসাইল
- ডিআরডিও