Mirabai Chanu | কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় ভারতের 'সোনার মেয়ে' মীরাবাঈ চানুর

সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন মীরাবাঈ চানু।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানুর। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) ওজন তুলে সোনার পদক জিতেছেন তিনি। গত বছর প্যারিস অলিম্পিক থেকেই চোটে ভুগছিলেন তিনি। এদিন ৮৪ কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। ৬টির মধ্যে মাত্র ৩টি লিফট সফলভাবে করতে সক্ষম হন চানু। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়। ধীরে ধীরে ম্যাচে ফেরেন। রুপোর পদক জিতেছেন মালয়েশিয়ার আইরিন হেনরি।
- Related topics -
- খেলাধুলা
- কমনওয়েলথ গেমস
- মীরাবাই চানু
- স্বর্ণ পদক
- সোনা জয়ী