MEA | “ভারত অবৈধ অভিবাসনের বিপক্ষে"! ভিসা শেষ হয়ে যাওয়ার পরও ভিন দেশে বসবাস নিয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রকের
Friday, January 24 2025, 2:38 pm
Key Highlights
আমেরিকায় অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিদেশমন্ত্রক!
আমেরিকায় অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিদেশমন্ত্রক! শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া বার্তা দিয়ে বললেন,“ভারত অবৈধ অভিবাসনের বিপক্ষে। কারণ, এর সঙ্গে সংগঠিত অপরাধের যোগসূত্র রয়েছে।” শুধু আমেরিকা নয়, যেকোনও দেশেই ভারতীয় নাগরিকরা যথাযথ নথি ছাড়া বসবাস করলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন। রণধীর জয়সওয়াল আরও বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা বসবাস করছেন সেই নাগরিকদের নথি আমাদের পাঠানো হলে ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় বিদেশমন্ত্রী
- আমেরিকা