Marriage Age | ১৮তে বিয়ে নয়? ভারতে বিয়ের ন্যূনতম বয়সে বদল? আগামী সপ্তাহেই হবে বিবেচনা
Thursday, November 14 2024, 12:19 pm
Key Highlightsভারতে বিয়ের ন্যূনতম বয়স নিয়ে আগামী ২২ নভেম্বর সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিবেচনা করা হবে।
ভারতে বিয়ের ন্যূনতম বয়স নিয়ে আগামী ২২ নভেম্বর সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিবেচনা করা হবে। স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বিয়ের ক্ষেত্রে ‘অভিন্নতা’ আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায়। কিন্তু সেই লোকসভা ভেঙে যাওয়ায় সেই বিল বাতিল হয়ে যায়। ওই বিলের মূল উদ্দেশ্য হল, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬র সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করা।

