Kashmir Militant Attack | কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলা! ঘটনায় গুলিবিদ্ধ ২ পর্যটক!

সূত্রের খবর, মঙ্গলবার কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগামে বাইস্রান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে গুলি করা হয়।
কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা! সূত্রের খবর, মঙ্গলবার কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগামে বাইস্রান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ পর্যটক। দ্রুত এলাকা কর্ডন করেছে নিরাপত্তা বাহিনী। আহত পর্যটকদের চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু হয়েছে। গোটা এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই বাইস্রান প্রথমসারির পর্যটন কেন্দ্র।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- হামলা
- জঙ্গি হামলা
- গুলি বর্ষণ
- পর্যটক
- জঙ্গি