Microsoft Layoff | ফের মাইক্রোসফ্টে কর্মী ছাঁটাই! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খরচ বাড়াচ্ছে টেক জায়ান্ট সংস্থাটি!
Wednesday, June 4 2025, 3:36 am
Key Highlightsআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খরচ বাড়াচ্ছে সংস্থা। সেই কারণেই মানব কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্ট সংস্থাটি।
ফের কর্মী ছাঁটাই মাইক্রোসফ্টে! জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য খরচ বাড়াচ্ছে সংস্থা। সেই কারণেই মানব কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্ট সংস্থাটি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সোমবার তিনশোরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এদিকে কয়েক সপ্তাহ আগেই সংস্থাটি ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল। প্রসঙ্গত, টেক দুনিয়ায় ক্রমশ বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপট। আর এই AI এর দাপটেই বাড়ছে ছাঁটাই। মাইক্রোসফ্ট, মেটা, এক্স, গুগলের মতো একাধিক প্রথম সারির টেক সংস্থা একাধিকবার ছাঁটাই করেছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- মাইক্রোসফট
- কর্মী ছাটাই

