২৯ মার্চ লঞ্চ করছে Xiaomi Mi Mix এটি একটি দুর্ধর্ষ ফোল্ডেবল ফোন হতে চলেছে
Thursday, March 25 2021, 2:04 pm
Key Highlightsচলতি সপ্তাহের শুরুতেই Mi 11 Pro এবং Mi 11 Ultra ফোন দুটির লঞ্চ ডেটের ঘোষণা করেছিল Xiaomi। সেই দিন আরও একটি Xiaomi স্মার্টফোন ডেবিউ করছে, যার নাম Mi Mix। ২৯ মার্চ চিনে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সেই ইভেন্টেই লঞ্চ করা হবে এই তিনটি ফোন। পাশাপাশিই আরও বেশ কিছু ডিভাইস লঞ্চ করতে পারে চিনের এই টেক কোম্পানি। চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে Mi Mix ফোনটির লঞ্চিংয়ের ঘোষণা করেছ Xiaomi।
- Related topics -
- টেকনোলজি
- স্মার্ট ফোন
- অফিসিয়ালি লঞ্চ

