Rey Mysterio | বছর শেষে শোকের ছায়া কুস্তি জগতে! প্রয়াত কিংবদন্তি কুস্তিগীর রে মিস্টেরিও সিনিয়র
Saturday, December 21 2024, 3:09 pm

প্রয়াত মেক্সিকান কুস্তির কিংবদন্তি মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ ডায়াস তথা রে মিস্টেরিও সিনিয়র।
বছর শেষে শোকের ছায়া কুস্তি জগতে। প্রয়াত মেক্সিকান কুস্তির কিংবদন্তি মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ ডায়াস তথা রে মিস্টেরিও সিনিয়র। ১৯৭৬ সালে পেশাদার কুস্তিগীরের তকমা পাওয়া মিস্টেরিও সিনিয়র কুস্তি জগতে সক্রিয় ছিলেন ২০০৯ সাল পর্যন্ত ৷ ওয়ার্ল্ড রেসলিং অ্যাসোসিয়েশেনের অধীনে ওয়ার্ল্ড জুনিয়র লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ খেতাব ছিল তাঁর ঝুলিতে৷ পরবর্তীতে ভাইপো রে মিস্টেরিও জুনিয়রের সঙ্গে জুটি বেঁধে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তিনি৷ স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকাহত দেশ বিদেশের অনুরাগীরা৷
- Related topics -
- আন্তর্জাতিক
- কুস্তি
- কুস্তিগির
- প্রয়াত
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া