Mohun Bagan Metro | শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে মোহনবাগান মেট্রো? বার্ষিক সভায় এমনটাই ইঙ্গিত বাগান সচিবের

Sunday, January 19 2025, 3:06 am
highlightKey Highlights

কলকাতার এক মেট্রো স্টেশনের নামকরণ হতে চলেছে, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায়।


গতকাল মোহনবাগানের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছিল। সেখানে দুই ক্লাব কর্তা দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বোসের গোষ্ঠীর লোকেদের মধ্যে বচসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই নতুন তথ্য দিলেন ক্লাব সচিব দেবাশীষ দত্ত। এক সদস্যের প্রশ্নের উত্তরে তিনি জানান, শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন। এসব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নো অবজেকশন লাগে, রাজ্য সরকারের তরফে তা পেয়েছেন তাঁরা। নোটিস পাঠানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। রেল ম্যানেজমেন্ট বিষয়টি দেখছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File