Joka-Majerhat Metro | কলকাতাবাসীদের জন্যে সুখবর, জোকা-মাঝেরহাট লাইনে বাড়লো ২২টি মেট্রো!

Friday, May 2 2025, 4:02 pm
highlightKey Highlights

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে ওই রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা।


নিত্যযাত্রীদের জন্যে সুখবর। একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কতৃপক্ষ জানিয়েছে, এবার থেকে জোকা টু মাঝেরহাট রুটে মোট ৪০টি মেট্রো চালানো হবে। আগে ওই রুটে ৫০ মিনিটের ব্যবধানে মাত্র ১৮টি মেট্রো চলত। এবার থেকে পার্পল লাইনে ২২মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিটে, শেষ মেট্রো দুপুর ৩টে ২৮ মিনিটে। জোকা থেকে সকাল ৮.৩০ মেট্রো পরিষেবা পাওয়া যাবে, শেষ মেট্রো পাবেন ৩.২৮ মিনিটে। এর জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি কমবে বলেই মনে করছে কতৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File