Kolkata Metro | বর্ষ বরণেই বাড়ছে দিনের শেষ মেট্রোর ভাড়া, ঘোষণা মেট্রো কতৃপক্ষের

Tuesday, December 31 2024, 6:01 pm
highlightKey Highlights

শেষ বিশেষ মেট্রোর টিকিটের ভাড়া বাড়ছে। নতুন বছরের শুরুর দিন থেকেই কার্যকর হবে টিকিটের বর্ধিত ভাড়া।


বর্ষবরণে শহর কলকাতায় নিশ্চিন্তে চলাফেরার জন্যে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো। রাতের যাত্রীদের কথা বিবেচনা করে সোম থেকে শুক্রবার দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দুই প্রান্ত থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়ে। তবে বিশেষ যাত্রী হয়না এই মেট্রোয়। ফলে লোকসান হচ্ছিলো মেট্রোর। সেকথা মাথায় রেখেই মূলত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে, ঘোষণা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File