Meta Threads | লঞ্চ করার ৭ ঘন্টার মধ্যেই ১০ মিলিয়ন ডাউনলোড! বাজারে এলো টুইটারের 'থ্রেট', মেটা থ্রেডস!

Friday, July 7 2023, 10:11 am
highlightKey Highlights

গতকালই ভারত-সহ আরও ১০০টি দেশে লঞ্চ করেছে মেটা থ্রেডস। ইনস্টাগ্রাম টিম দ্বারা তৈরী থ্রেডসে পাওয়া যাবে একাধিক সুবিধা।


এতদিন বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির (Social Media Platform) মধ্যে অন্যতম ছিল টুইটার (Tweeter)। তবে এবার ইলন মাস্কের (Elon Musk) টুইটারকে টক্কর দিতে বাজারে এলো মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) থ্রেডস (Threads)। গতকাল অর্থাৎ ৬ই জুলাই লঞ্চ করে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই  ৩ কোটিরও বেশি গ্রাহক সাইন ইন করেছেন নতুন এই মাইক্রোব্লগিং সাইটে (Microblogging Site)।

টুইটারকে টক্কর দিতে বাজারে এলো মেটা থ্রেডস
টুইটারকে টক্কর দিতে বাজারে এলো মেটা থ্রেডস

এর আগেও টুইটারকে টেক্কা দেওয়ার জন্য বাজারে এসেছে বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে কোনোটাই ধারের কাছে যেতে পারেনি। তবে গতকালই লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই কোটি ছাড়িয়ে যায় ব্যবহারকারীর সংখ্যা। ফলে বেশ চিন্তায় পড়েছেন ইলন। কারণ মেটার (Meta) থ্রেডস এসেছে আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের (Instagram) হাত ধরে। ফলে অনেকেরই অনুমান, টুইটারের জন্য থ্রেডস হয়ে উঠতে পারে 'থ্রেট'।

Trending Updates
লঞ্চ করার ৭ ঘন্টার মধ্যেই ১০ মিলিয়ন ডাউনলোড
লঞ্চ করার ৭ ঘন্টার মধ্যেই ১০ মিলিয়ন ডাউনলোড

মেটা থ্রেডস অ্যাপ কী? । What is Meta Threads App? .

এই অ্যাপ বানিয়েছে ইনস্টাগ্রাম টিম, যার ফলে মেটা থ্রেডস ব্যবহার করতে হলে ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়াও মেটা জানিয়েছে, এই অ্যাপে নিজের লেখা বক্তব্য বা পোস্ট ছাড়াও অন্য ব্যবহারকারীদের সঙ্গে কথাও বলা যাবে। তবে এক বারে ৫০০ অক্ষরের বেশি লেখা যাবে না। থ্রেডসে লেখা পোস্ট করা বা কথা বলা ছাড়াও এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক, ছবি, ভিডিয়োও ভাগ করে নেওয়া যাবে। টুইটারের মতো হলেও যেহেতু এই অ্যাপ ইনস্টাগ্রাম টিম দ্বারা তৈরী এবং এই দুই অ্যাপ পরস্পরের সঙ্গে যুক্ত, তাই মেটার নিয়ম অনুসারে যে কোনও থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতেও দিতে পারবেন ব্যবহারকারী।

মেটা থ্রেডস ব্যবহার করতে হলে ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক
মেটা থ্রেডস ব্যবহার করতে হলে ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক

মেটা থ্রেডস অ্যাপের বৈশিষ্ট্য । Features of Meta Threads App :

  • মেটা থ্রেডস অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাপটি যুক্ত হওয়ায় বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাহায্যে অর্থাৎ ইনস্টাগ্রাম ক্রেডেন্সিয়াল (Instagram Credentials) দিয়ে যেহেতু থ্রেডস অ্যাপে লগ-ইন বা সাইন-ইন করা যাবে। তাই সেক্ষেত্রে একই থাকবে ইউজারনেম (Username), ফলোয়ার (Follower) এমনকি ভেরিফিকেশন (Verification) স্ট্যাটাসও।
  • যেহেতু থ্রেডস অ্যাপ ব্যবহারকারীর ইনস্টাগ্রাম লিঙ্কের সঙ্গে যুক্ত তাই মেটা'র নিয়ম অনুসারে যেকোনও থ্রেডস পোস্ট খুব সহজেই ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) দেওয়া যাবে। এছাড়াও ব্যবহারকারীর পোস্ট লিঙ্ক আকারে অন্য যেকোনও মাধ্যমে শেয়ার করা যাবে।
  • ইন্সটাগ্রাম বা থ্রেডস পরস্পরের সঙ্গে যুক্ত থাকায়, ব্যবহারকারী যে অ্যাপেই যাঁদের ফলো (Follow) করবেন তাঁদের পোস্ট দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিডে (Feed)।
  • ব্যবহারকারীর কাছে আসবে রেকমেন্ডেশন (Recommendation) বা সাজেশনও (Suggestion)। যেসব কনটেন্ট ব্যবহারকারী খুঁজে পাননি তার নিরিখেই আসবে এই প্রস্তাব। সার্চের ভিত্তিতে পছন্দ অনুসারে আসবে রেকমেন্ডেশন।
  • নিজের ফিডে নির্দিষ্ট শব্দবন্ধ ফিল্টার করার সুবিধা পাবেন ইউজাররা। পাশাপাশি ব্যবহারকারীকে কে বা কারা অর্থাৎ কোন ইউজাররা মেনশন করতে পারবেন, সেটাও ঠিক করা যাবে।
মেটা থ্রেডস অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাপটি যুক্ত হওয়ায় বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা
মেটা থ্রেডস অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাপটি যুক্ত হওয়ায় বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা

কীভাবে সাইন-ইন করবেন মেটা থ্রেডস অ্যাপে  । How to Sign-In to the Meta Threads App : 

মেটার এই অ্যাপ অ্যাপেল অ্যাপ স্টোর (Apple Store) এবং গুগল প্লে স্টোর (Google Play Store) দু'জায়গা থেকেই ফ্রি অর্থাৎ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। দেখে নিন মেটা থ্রেড অ্যাপ ইনস্টল করার পর কীভাবে সাইন-ইন (Sign-In) করবেন।

  • প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে থ্রেডস অ্যান ইনস্টাগ্রাম অ্যাপ (Threads an Instagram App)। এরপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে লগ ইন ইউথ ইনস্টাগ্রাম (Log in With Instagram) অপশনে ট্যাপ করতে হবে।
  • পরবর্তী ধাপে দিতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউসার নেম ও পাসওয়ার্ড।
  • এরপর প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন আসবে। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল। এখানে ইম্পোর্ট করতে ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম (Import from Instagram) বাটনে ক্লিক করতে হবে। অপরটি, ম্যানুয়ালি নিজের বায়ো, লিঙ্ক ও প্রোফাইল পিকচার সেট করতে হবে।
  • অপশন বাছাই করে সেট করা হয়ে গেলে নেক্সট (Next) বাটনে ক্লিক করতে হবে।
অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর  দু'জায়গা থেকেই ডাউনলোড করা যাবে মেটা থ্রেডস
অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর  দু'জায়গা থেকেই ডাউনলোড করা যাবে মেটা থ্রেডস
  •  এরপর আসবে প্রোফাইল পাবলিক নাকি প্রাইভেট প্রোফাইল হবে সেই অপশন। যদি ব্যবহারকারীর বয়স ১৮ বছরের নিচে নয় তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন (Automatic Default Option) হিসাবে প্রোফাইল প্রাইভেট থাকবে।
  •  মেটা থ্রেডসে ব্যবহারকারী ইনস্টাগ্রামে যাদের ফলো করেন তাঁদের এই অ্যাপে ফলো করতে চান কিনা সেই নিয়েও একটি অপশন আসবে।

এই সকল ধাপ পেঁচিয়ে যাওয়ার পর জয়েন থ্রেডস (Join Threads) অপশনে ক্লিক করলেই চালু হবে যাবে মেটা থ্রেডস অ্যাকাউন্ট।

অনেকের মতে  টুইটার তথা ইলন মাস্ককে মেটা থ্রেডস দিয়ে কোনঠাসা করতে চাইছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ
অনেকের মতে  টুইটার তথা ইলন মাস্ককে মেটা থ্রেডস দিয়ে কোনঠাসা করতে চাইছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ

মেটা থ্রেডস লঞ্চ করার মাত্র ৭ ঘন্টার মধ্যেই প্রায় ১০ মিলিয়ন তথা ১ কোটি ডাউনলোড হয়েছে। মেটা কর্তা মার্ক জানিয়েছেন, থ্রেডস সকলের জন্য আলোচনার খোলামেলা একটি মাধ্যম। তবে একাংশের মতে, ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতেই থ্রেডস-এর জন্ম। সম্প্রতি নিয়মিত যাঁরা টুইটার ব্যবহার করেন, টুইটারের ক্রমাগত নিয়ম পরিবর্তনের জন্য তাদের বেশ অসুবিধা হচ্ছে বলে জানান। এমনকি টুইটার নিয়ে ওঠে নানান সমালোচনাও। ফলে অনেকের মতে এই আবহে থ্রেডস লঞ্চ করে টুইটার তথা ইলন মাস্ককে কোনঠাসা করতে চাইছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। ইতিমধ্যেই ভারত (India) সহ বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের এই নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File