মহিলা যাত্রীদের সুরক্ষার্থে নয়া পদক্ষেপ নিল ভারতীয় রেল, শুরু হল ‘মেরি সহেলি’ পরিষেবা
Saturday, August 14 2021, 12:09 pm

পূর্ব রেলের মালদহ ডিভিশন মহিলা যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে সবর হয়েছে। এ বিষয়ে এক নতুন পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বরকে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। এই পরিষেবা ইতিমধ্যেই শুরু করা হয়েছে পূর্ব রেলের মালদহ ডিভিশনে। এই নতুন পরিষেবাটির নাম দেওয়া হয়েছে ‘মেরি সহেলি’। জানা যাচ্ছে মালদহ ডিভিশনে এই পরিষেবা সফল হলে তা আগামী দিনে পূর্ব রেলের অন্য ডিভিশন গুলিতেও চালু করা হবে।
- Related topics -
- পরিষেবা
- ভারতীয় রেলওয়ে
- রেল পরিষেবা
- পূর্ব রেল
- 'মেরি সহেলি' পরিষেবা