দেশবিরল প্রজাতির কালো বাঘ! সন্ধান মিলল ওড়িশায়, গোটা দেশে রয়েছে আর মাত্র সাত-আটটি।
বাস্তবে কালো বাঘ দেখার সৌভাগ্য সবার হয় না সারা দেশে এখন আর মাত্র সাত-আটটি কালো বাঘ রয়েছে। তাদের মধ্যে একটি দেখা দিল ওড়িশায়। সৌমেন বাজপয়ী নামে এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের সৌভাগ্য হয়েছে সেই বিরল প্রজাতির কালো বাঘের ছবি তোলার। ওড়িশায় এই বিরল প্রজাতির কালো বাঘ আগেও দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, জেনেটিক ডিফেক্ট-এর কারণে কিছু বাঘের রঙ কালো হয়। ১৯৯০ সালে প্রথমবার কালো বাঘ এদেশে দেখা গিয়েছিল। তার আগে এদেশে কালো বাঘ দেখা যায়নি। Wildlife Institute of India-র তরফে জানা যায়, ২০১৮ সালে শেষবার দেশে কালো বাঘের সংখ্যা গোনা হয়েছিল। তবে এখন চোরাশিকারিদের উতপাতে এই বিরল প্রজাতির বাঘের অস্তিত্ব বিপন্ন।