Mehul Choksi | অবশেষে গ্রেফতার মেহুল চোকসি! পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য তৎপর ভারত সরকার!
Tuesday, April 15 2025, 8:10 am

বেলজিয়ামে গ্রেফতার আর্থিক দুর্নীতির অভিযুক্ত, পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি।
বেলজিয়ামে গ্রেফতার আর্থিক দুর্নীতির অভিযুক্ত, পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। ভারতের তরফে অনুরোধের পরেই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেফতার করে বেলজিয়াম।দিনকয়েক আগে জানা যায়, স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরেই পলাতক হিরে ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য উঠে পড়ে লাগে ভারত। এরপর অবশেষে শনিবার তাকে গ্রেফতার করা হয়। তবে সরকারিভাবে এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, মেহুল চোকসিকে জেলে রাখা হয়েছে আপাতত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- ব্যবসায়ী
- ক্রাইম
- গ্রেফতার
- দুর্নীতি
- মেহুল চোকসি